Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে ঘর পেল ৭০ গৃহহীন পরিবার


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২১, ০৭:৩৯ পিএম
বালিয়াকান্দিতে ঘর পেল ৭০ গৃহহীন পরিবার

আগামী নিউজ

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ৭০টি পাকা ঘর পেল ৭০টি গৃহ ও ভূমিহীন পরিবার।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধনের পর উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘর বুঝিয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্নসচিব গোলাম রহমান মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হান্নান মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরীন সুলতানা, ওয়াকার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ বক্তব্যে রাখেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান ও উপকারভোগীসহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের তত্বাবধানে বালিয়াকান্দি সদর ইউনিয়নে ৪টা, নারুয়া ইউনিয়নে ১২টা, নবাবপুর ইউনিয়নে ২০টা,বহরপুর ইউনিয়নে ৯টা, জামালপুর ইউনিয়নে ৪টা, ইসলামপুর ইউনিয়নে ১৬টা ও জঙ্গল ইউনিয়নে ৪টা পাকাঘর নির্মাণ করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে