Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে এসটিসি ব্যাংকের ৩ শাখা সিলগালা


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৫:৩৫ পিএম
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে এসটিসি ব্যাংকের ৩ শাখা সিলগালা

আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ অনুমোদনহীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় ইয়াসির স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক লিমিটেড এর কালীবাড়ি ও রোড শাখাকে বন্ধ করার নির্দেশ দিয়ে সীল গালা করেন  ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য উপজেলা সমবায় অফিসার মো. রেজাউল করিম সমবায় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন ভাবে ঠাকুরগাঁও সদর উপজেলায় শাখা খোলা,অনুমোদনহীনভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও ভুল্লীতে নতুন শাখা খুলে চাকরি দেবার কথা বলে স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ থাকার বিষয় উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি তাকে নিয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ উক্ত প্রতিষ্ঠানের শাখা বন্ধ করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে