Dr. Neem on Daraz
Victory Day

ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২১, ০৫:১৫ পিএম
ঝিনাইদহে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

আগামী নিউজ

ঝিনাইদহঃ সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠায় ঝিনাইদহে উচ্ছেদ অভিযান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক ও জনপথের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এর নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। 
 
এসময় অনিন্দিতা রায় জানান, সড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, হামদহ, আলহেরা বাইপাস পর্যন্ত মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার জুড়ে শতাধিক দখলদাল অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। গত ১ সপ্তাহ যাবত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 
 
তিনি আরো বলেন,  মহাসড়ক যানজট মুক্ত রাখতে, সড়ক দুর্ঘটনা রোধ ও  জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
 
অভিযানে অংশ নেয় সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম, ঝিনাইদহ সওজ’র নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মুকুল জোতি বসুসহ পুলিশ সদস্যরা।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে