Dr. Neem on Daraz
Victory Day

গড়াই পাড়ের নৌকার মাঝি শান্ত


আগামী নিউজ | হুমায়ুন কবির, জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০, ০১:০৩ পিএম
গড়াই পাড়ের নৌকার মাঝি শান্ত

আল মাসুম মোর্শেদ শান্ত। ছবি: সংগৃহীত

কুষ্টিয়াঃ জেলার গড়াই পাড়ের খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হয়েছেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত। 

আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদের কনিষ্ঠ পুত্র। ১৯৯৩ সাল থেকে ছাত্রলীগের রাজনৈতিক অঙ্গনে পথচলা। ২০১২ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সাথে ছিলেন। তারপর ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত  যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি তার অনুসারীদের নিয়ে সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে দড়িয়েছেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আল মাসুম মোর্শেদ শান্ত জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের কাছে পরাজিত হন।

কোন সময়েই তিনি জনপ্রতিনিধি ছিলেন না তবে জনগণের বিপদে সবার আগে হাত বাড়িয়েছেন তিনি। খোকসার বন্যাকবলিত এলাকার মানুষের পাশে সবার আগে ত্রাণ নিয়ে ছুটে গেছেন। করোনায় কাজ হারানো মানুষকে খুঁজে খুঁজে দিয়েছেন খাদ্য সহায়তা। এছাড়াও খোকসাপৌরবাসীদের মধ্যে অসহায় মানুষেরা তার কাছে এসে কখনও খালি হাতে ফেরেননি। 

বিগত উপজেলা আওয়ামী লীগের সম্মেলেনে ২০১৯ সালে দল তাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের আসনে বসায়। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে খোকসা পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করলে তার অনুশারী নেতা কর্মীরা রাজপথে নেমে আসে। খোকসা বাস ষ্ট্যান্ডে এক পথ সভায় আল মাসুম মোর্শেদ শান্ত সাধারণ জনগনের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার বলেন, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করতে। তিনি নেতা কর্মীদের শান্ত থাকার আহবান জানান।

উল্লেখ্য, খোকসাবাসীর জনপ্রতিনিধি হতে বরাবরই তিনি নির্বাচনে রাজনৈতিক পরাশক্তির কাছে ধরাছোঁয়া হয়েছেন। তবে এসব প্রতিনিধিরা খোকসাবাসীকে দিতে পারেনি কিছু। দীর্ঘদিন পরে নতুন পৌর পিতা পেতে যাচ্ছে খোকসাবাসী। পৌরবাসী নৌকার এই প্রার্থীর হাতে আগামীর আধুনিক খোকসার স্বপ্ন দেখছেন। 

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে