Dr. Neem on Daraz
Victory Day

মোংলায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু


আগামী নিউজ | আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০, ০৭:০৮ পিএম
মোংলায় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি: আগামী নিউজ

বাগেরহাটঃ মোংলায় শুরু হয়েছে মাঠ পর্যায়ে সেবাদানকারীদের জন্য তিন দিনব্যাপী প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ।

মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে পুষ্টি বিষয়ক এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস, ডা: মলয় মল্লিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রশিক্ষক ‘কনসান ওয়ার্ল্ড ওয়াইড’র পুষ্টি বিশেষজ্ঞ হোসনেয়ারা, প্রশিক্ষক জেজেএস ক্রেইন প্রজেক্ট’র পুষ্টি বিশেষজ্ঞ মৌতিথি আইস ও জেজেএস ক্রেইন প্রজেক্ট’র উপজেলা কোঅর্ডিনেটর তরুন বড়ুয়া।

প্রশিক্ষণে উপজেলার সমাজসেবা, প্রাণী সম্পদ, স্বাস্থ্য, পরিবাব-পরিকল্পনা ও কৃষি বিভাগের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ প্রকল্প বাস্তবায়ন করছে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন)। সরকারী বিভিন্ন দপ্তরের কর্মচারীদের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে বৃহস্পতিবার।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে