Dr. Neem on Daraz
Victory Day

মোংলায় মহাঅষ্টমী উদযাপিত


আগামী নিউজ | আবু হোসাইন সুমন, জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ১২:৫১ পিএম
মোংলায় মহাঅষ্টমী উদযাপিত

ছবি: সংগৃহীত

বাগেরহাটঃ জেলার মোংলা উপজেলায় করোনার প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যদিয়ে জাকজমকভাবেই উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এবার মোংলার শেহলাবুনিয়ার বটতলা কেন্দ্রীয় মন্দির ও বঙ্গবন্ধু সড়কে সোনাপট্টির মন্দিরসহ ৩৩টি মন্দির-মন্ডপে উদযাপন হচ্ছে দুর্গাৎসব।

করোনা বিধি নিষেধ মেনেই পূজা ও উৎসব পালন করছে পূজারী এবং ভক্তরা।

পূজার প্রথম দিন ষষ্টী ও দ্বিতীয় দিন সপ্তমীতে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় উৎসবে কিছুটা ভাটা পড়ে। তবে সপ্তমীর বিকেল থেকে পূজা ও মন্দিরস্থলে ভিড় বাড়তে থাকে। ধর্মীয় নানা অনুষ্ঠান ও উৎসবের মধ্যদিয়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এ বড় উৎসব। 

আজ কুমারী পূজা, অন্জলী ও চন্ডি পাঠসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাঅষ্টমী উদযাপন হচ্ছে মন্দির-মন্ডপগুলোতে। 

এবারও মোংলায় সবচেয়ে জাকজমকভাবে উদযাপন হচ্ছে সোনাপট্টির আয়োজনের দুর্গাৎসবটি। চোখের পড়ার মত আকর্ষণীয় প্রতিমা ও সাজ এবং আলোকসজ্জা সকলের নজর কাড়ছে। তাই সবচেয়ে ভিড়ও এ পূজাস্থল জুড়ে। করোনা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ধর্মীয় এ অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে সকল বয়সের মানুষকেই।

 আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে