Dr. Neem on Daraz
Victory Day

ভুল চিকিৎসায় ২৩ দিন বয়সী শিশুর মৃত্যু


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ১১:০৭ এএম
ভুল চিকিৎসায় ২৩ দিন বয়সী শিশুর মৃত্যু

সংগৃহীত

গাইবান্ধাঃ ভুল চিকিৎসায় ২৩ দিন বয়সের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার জামালের হাট গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শিশুটির পিতা আব্দুর রহিম জানান, তার ২৩ দিন বয়সের কন্যা শিশুকে টিকা দেবার জন্য আজ  জামালের হাট ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যকর্মী লুসি বেগমের কাছে নিয়ে যান।

শিশুটির দাদি বলেন, লুসি বেগম তার নাতনির মুখে প্রথমে পোলিও ওষুধ তুলে দেবার সময় সেটি মাটিতে পড়ে গেলে আবারো সেটি মাটি থেকে তুলে নাতনিকে খাইয়ে দেন। এরপর একটি ইনজেকশন দেবার চেষ্টারত অবস্থায় বলেন এটা হবেনা। এরপর আরো একটি ইনজেকশন দেন। দেয়া সম্পন্ন হলে তারা বাড়িতে ফিরে এসে ঘুমন্ত অবস্থায় নাতনিকে বিছানায় শুইয়ে রাখেন। কিছুক্ষন পর শিশুটিকে দুধ খাওয়ানোর সময় হলে তার মা দেখতে পান শিশুটির মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে।

পরে স্থানীয় একজন চিকিৎসকের শরনাপন্ন হলে ওই চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

পরিবারের দাবি, ভুল চিকিৎসা শিশুটির মৃত্যুর কারণ। এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়।

আগামীনিউজ/এএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে