Dr. Neem on Daraz
Victory Day

রাজবাড়ীতে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার 


আগামী নিউজ | রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৪:১৪ পিএম
রাজবাড়ীতে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার 

রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, গোয়ালন্দঘাট থানার উজানচর নিলু শেখের পাড়া এলাকার মো: মোনছের শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম ওরেফ শফি(৪০), দৌলতদিয়া হোসেন মেম্বার পাড়া এলাকার মোঃ আলাউদ্দিন প্রামানিকের ছেলে মোঃ আতিয়ার রহমান (২৭) ও উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া এলাকার মো:জালাল শেখের ছেলে মো: শামিম শেখ (২৫)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা এলাকার নিলু শেখের পাড়া সাকিনের সবজির মোড় থেকে শফিকুল ও আতিয়ারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া সামসু মাষ্টার পাড়া এলাকার শামিমকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আসামি মোঃ শরিফুল ইসলামের বিরুদ্ধে মোট ৪টি এবং আসামি মোঃ শামীম শেখ এর বিরুদ্ধে অস্ত্র, মাদক মামলা সহ মোট ৫টি  মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মিঠুন গোস্বামী/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে