Dr. Neem on Daraz
Victory Day

শিশুস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৬:২১ পিএম
শিশুস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা

মেয়াদ উত্তীর্ণ, মূল্যবিহীন ও ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহম্মেদ জানান, জীবনগর উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটে শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়। এসময় মার্কেটের মেসার্স মিজান স্টোরে শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনুমোদনহীন ও পণ্যের মূল্যবিহীন, ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে এমন অপকর্ম আর করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। এসময় ৮-১০ বস্তা নিম্নমানের পণ্য জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবনরগর থানা পুলিশের একটি টিম।

জামান আখতার/এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে