Dr. Neem on Daraz
Victory Day

সাড়ে ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, রাজবাড়ী প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ১১:১৫ এএম
সাড়ে ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীঃ ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম।

এই কর্মকর্তা জানান, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় রোববার রাত ১১টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। কোনো কিছুই দেখা যায় না। আজ সোমবার বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমলে সকাল সাড়ে ১০টার দিকে আবারও ফেরি চলাচল শুরু হয়।

খোরশেদ আলম জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় যেসব যানবাহন ঘাটপ্রান্তে অপেক্ষায় আছে সেগুলোকে সিরিয়াল অনুযায়ী ফেরিতে উঠানো হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি চলছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে