Dr. Neem on Daraz
Victory Day

কুড়িগ্রামে দুই গ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত


আগামী নিউজ | জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৫:৫৫ পিএম
কুড়িগ্রামে দুই গ্রামে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আযহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়া গ্রাম দুটি হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা।

শনিবার সকাল আটটায় ছিট পাইকেরছড়া গ্রামের আহলে হাদীস অনুসারীদের জামে মসজিদের সামনের ঈদগা মাঠে ঈদের একটি জামায়াত অনুষ্ঠিত হয়। অপরটি পাইকডাঙ্গা মসজিদে অনুষ্ঠিত হয়।

গ্রাম দুটির শতাধিক মানুষ ঈদুল আযহার নামাজে অংশ গ্রহণ করেন। ছিট পাইকেরছড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের জামায়াতে ওই গ্রামের মুসল্লী ছাড়াও উপজেলার জয়মনিরহাট ও পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বেশ কিছু মুসল্লী অংশ গ্রহণ করতে আসেন।

ছিট পাইকেরছড়ার ঈদ জামায়াতের ইমামতি করেন মওলানা মোকছেদুল ইসলাম। পাইকডাঙ্গা গ্রামের ঈদের জামায়াতে ইমামতি করেন মওলানা আশরাফুল ইসলাম। নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে মুসল্লীদের নিরাপত্তা দেয়া পুলিশ।

ছিট পাইকেরছড়া গ্রামের মুসল্লী সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, মাইদুল ইসলাম বলেন, বেশ কয়েক বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করছি।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ছিট পাইকেরছড়া ও পাইকডাঙ্গা গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। আজ সকালে শান্তিপূর্ণভাবে তাদের ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে