Dr. Neem on Daraz
Victory Day

রাগী গরু ‘কুমিল্লার কিং’, ‘সাহেব’ অতি ভদ্র!


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৬:৫৩ পিএম
রাগী গরু ‘কুমিল্লার কিং’, ‘সাহেব’ অতি ভদ্র!

কুমিল্লাঃ ঈদুল আজহা উপলক্ষে এবার বাজারে আলোচনায় এসেছে ‘কুমিল্লার কিং ও কিং সাহেব’ নামে দুটি গরু। জানা গেছে, ‘কুমিল্লার কিং’ ১২ লাখ ও ‘কিং সাহেব’ ১১ লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। 

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামে গিয়ে দেখা যায় কালো ও সাদা রঙে মিশ্রণের গরু দুটিকে ঘাস তুলে খাওয়ানো হচ্ছে। গরমের মাত্রা কমাতে গরু ঘরের সিলিংয়ে ঘুরছে দুটি ফ্যান। গরুগুলোর খাবার তালিকায় ঘাস, ভুসি সহ আছে প্রতিদিন এক কেজি করে আপেল। 

গরু মালিক মমিন মোল্লা বলেন, ‘কুমিল্লার কিং খুবই রাগী গরু। তবে কিং সাহেব অতি ভদ্র। গত তিন বছর যাবৎ গরু দুটিকে লালন পালন করছি। কুমিল্লার কিংয়ের ওজন ১২শ কেজি ও কিং সাহেবের ওজন ১১শ কেজি।’

ইতিমধ্যে অনেক গ্রাহক বাড়িতে এসে মমিন মোল্লার গরুর দামাদামী করে গিয়েছেন। আশানুরুপ দাম না হওয়া গরু গুলো বিক্রি করেননি তিনি।

মমিন মোল্লা আরও জানান, ‘আমি ভানী গ্রামের সাবেক মেম্বার। আমার ১২টি গরু থেকে বাছাই করে এই দুটি গরু তিন বছর লালন পালন করেছি।’ 

তিনি বলেন, ‘প্রতিদিন গরু দুটিকে এক কেজি করে আপেল দিতে হয়। ঘাস আর ভুসি ও পানি ব্যতিত আর কিছুই খাওয়াইনি আমি গরুকে। এছাড়া কেউ যদি গরু কিনে আমাদের বাসায় রেখে যায়, ঈদে আগের পর্যন্ত আমি লালন পালন করে দেবো।’

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে