Dr. Neem on Daraz
Victory Day

ড. বিলাল ফিলিপ্স এর উক্তি


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৩:৩২ পিএম
ড. বিলাল  ফিলিপ্স এর উক্তি

আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।

  • যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না, প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা।
  • যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় নাই, প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা।
  • আপনি কি মনে করেছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা বা দুশ্চিন্তা শেয়ার করবেন, তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবনকারী আল্লাহতালা কি ভুলে গেছেন।
  • আপনি যাই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না, তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।
  • ফর্সা আর সৌন্দর্য কখনো এক কথা নয় ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র 
  • আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটি বিষয় আপনার প্রতি সুবিচার প্রয়োজন শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তারই উপর ভরসা করা ।
  • আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে।
  • একাকীত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভু আল্লাহর আনুগত্য করে সে কখনো একাকীত্ব   অনুভব করে না
  • মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম ছেলেদের মৃত্যুবরণ করতে পারাটাই অতি গুরুত্বপূর্ণ।
  • এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকে ভালবাসতে জানে না।
  • আমরা অনেক সময় ধরে কোন মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে আল্লাহকে ভুলে থাকি যে কিনা সব সময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন
  • সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালবাসেন তবে মনে রাখবেন আল্লাহ সব সময় কোন কিছু পরিবর্তন চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন।
  • এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।
  • যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনিও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।য
  • যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন  আল্লাহ আপনাকে বুঝেন।
  • যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ  পেয়ে একটু সুন্দর আগামীর আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোন প্রশ্নই আসে না প্রয়োজন শুধু সত্যকে মেনে নেওয়ার সৎ সাহস।
  • সেখানে রাসূল (সাঃ) প্রতিদিন ৭০ বারের অধিকার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই একবার করতেছি তো।
  • যে আল্লাহর নিকট নিজেকে সমর্থন করবে সবকিছু হারাবে না ।
  • সত্যিকারের সফল তখনই হবেন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।

সংগৃহীত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে