Dr. Neem on Daraz
Victory Day

বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, চাষী গ্রেফতার


আগামী নিউজ | কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৫:৩০ পিএম
বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ,  চাষী গ্রেফতার

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার রৌমারীতে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত গাঁজা চাষী কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে রৌমারী থানা পুলিশের একটি দল উপজেলা সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী কাইয়ুমকে বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর অাঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী কাইয়ুমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দিয়ে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে