Dr. Neem on Daraz
Victory Day

শ্রীপুরে বিধবা নারীকে উচ্ছেদের পাঁয়তারা


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি   প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৭:৪৩ পিএম
শ্রীপুরে বিধবা নারীকে উচ্ছেদের পাঁয়তারা

ছবিঃ আগামী নিউজ

গাজীপুরঃ জেলার শ্রীপুরে এক বিধবা নারীকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে।উপজেলার কাওরাইদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিধাই গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী নারী হাসনা ওই এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। তিনি বিধাই এলাকার রফিকুল ইসলাম ও দুই ছেলে রুবেল, সোহেল, ও স্ত্রী খোদেজা, লাল মিয়া ও আব্দুল আউয়ালের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

সরেজমিনে দেখা গেছে, বিধবা নারী ৭ শতাংশ জমিতে দীর্ঘ বিশ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে সন্তানের একমুঠো খাবার জোগাড় করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন হাসনা বেগম। পানি পান করার জন্য এনজিও থেকে ঋণ নিয়ে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করার চেষ্টা করলে অভিযুক্তরা বাঁধা প্রদান করেন। এছাড়াও হুমকি ধামকি দিয়ে অন্যায়ভাবে তাকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছেন।

স্থানীয়রা বলছেন, অন্যের বাড়ীতে কাজ করে দিন কাটাচ্ছেন বিধবা নারী। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়ে কোন রকমে বেঁচে আছেন। ওই নারীকে পানির জন্য টিউবওয়েল স্থাপন করতে না দেওয়ায় অবিচার করা হচ্ছে। 

বিধবা ওই নারী ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এব্যাপারে শ্রীপুর থানার এসআই সজীব ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে