Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে একজনের মৃত্যুর দিনে আক্রান্ত ৪


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৮:৫৯ এএম
চট্টগ্রামে একজনের মৃত্যুর দিনে আক্রান্ত ৪

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৯১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নগরের বাসিন্দা। বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে দুজন ও শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর আগে, শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামে ১০ জনের করোনা শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। 

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। এই নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯২৯ জন, বাকি ২৮ হাজার ২৩০ জন বিভিন্ন উপজেলার। এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২২ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৭ জনের।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে