Dr. Neem on Daraz
Victory Day

অপহরণের সাড়ে ৩ মাস পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার


আগামী নিউজ | সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৪:০২ পিএম
অপহরণের সাড়ে ৩ মাস পর কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে নবম শ্রেণিতে পড়–য়া ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণের সাড়ে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী জাহেদুল ইসলাম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পাশ্ববর্তী দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চনবাজার সংলগ্ন ঝাড়ুপট্টি এলাকার একটি ভাড়া বাসা  থেকে জাহেদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার জিম্মায় থাকা ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

জাহেদুল ইসলাম উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের আতিকুল ইসলামের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যাকে গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের বখাটে জাহেদুল ইসলাম (২৭)। অপহরণের পর থেকে জাহেদুল ইসলামের বড় ভাই আনারুলসহ স্বজনরা। অপহৃত ওই ছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার নামে তালবাহনা করেন। বাধ্য হয়ে ওই ছাত্রীর মা গত ১৭ জুলাই বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের সাড়ে তিন মাস পর গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম ও সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণকারী জাহেদুল ইসলামকে গ্রেফতার করেন। 

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত ৭ জুলাই নিজ বাড়ি থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে জাহেদুল ইসলাম। এ ঘটনার অপহরণের শিকার কিশোরীর মা গত ১৭ জুলাই থানায় একটি মামলা দায়ের করেন। তখন থেকেই অপহরণকারী পলাতক ছিল। গত শনিবার দিনাজপুর জেলার বিরল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম কিশোরীর ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে।’

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নবম শ্রেণির ছাত্রীর অপহরণের ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। অপহরণকারীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে