Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় আবারও ডেঙ্গু রোগী শনাক্ত  


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ  প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৩৩ পিএম
কুষ্টিয়ায় আবারও ডেঙ্গু রোগী শনাক্ত   

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরো ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসাধীন আছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গুওয়ার্ডে। অপর জন কিছু না বলে হাসপাতাল থেকে চলে গেছেন।  

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাহুল আলম বলেন, এখন হাসপাতালে ভর্তি আছেন খোক সাথে কে আসা সেলিম রেজা। আর না বলে চলে গেছেন, কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকার যুবক সোহাগ।  

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.আশরাফুল আলম বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ৪ নং ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সেখানে এখন একজনই রোগী আছেন। অন্য জন চলে গেছেন। এদের দুইজনের ৮ সেপ্টেম্বর ডেঙ্গু শনাক্ত হয়।  

এদিকে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা আবদুল আলীম বলেন, জেলায় এ পর্যন্ত মোট ৯ জন রুগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। চিকিৎসাধীন একজন বাদে সবাই সুস্থ্য হয়ে ফিরে গেছেন।   

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে