Dr. Neem on Daraz
Victory Day

কলেজে ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ১০:৪৯ পিএম
কলেজে ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িঃ খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে নবজাতকটি সদর হাসপাতালে পাঠানো হয়। 

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে । ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিন অনেক শিক্ষার্থী কলেজে এসেছিল। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা করা হয়েছে।

ওই কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ‘কোনো গর্ভবতী মা টয়লেটের কমডে প্রসব করে রেখে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্নার শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা কয়েকজন নবজাতকটিকে উদ্ধার করি।’ 

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, নবজাতকের অবস্থা ভালো রয়েছে। তার পরও তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে