Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় করোনায় ৭জনের মৃত্যু


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০২:১৮ পিএম
কুষ্টিয়ায় করোনায় ৭জনের মৃত্যু

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৯ টি নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ।
 
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে ৫৩৮ টি নমুনা পরীক্ষা করে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ১৯ শতাংশ।
 
মঙ্গলার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০৮ জন।
 
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
 
তিনি বলেন, করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্ত্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
 
আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ২৫৮ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯০৫ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৭২ জন এবং মারা গেছেন ৫৮৩ জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে