Dr. Neem on Daraz
Victory Day

যশোরে করোনায় আক্রান্ত ১৯ হাজার ছাড়াল


আগামী নিউজ | বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ১১:১৫ পিএম
যশোরে করোনায় আক্রান্ত ১৯ হাজার ছাড়াল

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ  জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১৯ হাজার ছাড়ালো। গত ২৪ ঘন্টায় ১৬৬ জন শনাক্তের মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৪৪ জন। এদিকে, যশোরে করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত  যশোর ২৫০ শয্যা জেনারেল হাপাতালের  চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৭৫ জনে। এছাড়া মঙ্গলবার যশোর জেলায় আরও ৪ হাজার ৯৬০ জন  করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নিয়েছেন।

হাসপাতালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, মৃত ৮ জনের মধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। তাদের ৪ জন রেডজোনে ও ৩ জন আইসিইউতে মারা যান। তারা হলেন যশোর শহরের বারান্দীপাড়ার সাব্বির হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৩৮), সদর উপজেলার চাঁদপাড়ার জহর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), নিশ্চিন্তপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে আলতাফ (৬৫), বাঘারপাড়া উপজেলার কড়াইতলা এলাকার আব্দুর রহিমের ছেলে মোন্তাজ আলী (৮৫), পাইকপাড়া গ্রামের মাজেদ বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম (৯০), চৌগাছা উপজেলার মৃত ফুল উদ্দিনের ছেলে তাহাজ্জত আলী (৬৭) ও ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের কলিম উল্লাহর ছেলে শেখ মোজাম্মেল (৭২)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির নাম মাহবুর রহমান (৫৫)। তিনি মাগুরার শালিখা উপজেলার মোমিন শিকদারের ছেলে।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৫৪৭ টি নমুনা পরীক্ষায় ১০৬ জনের করোনা শনাক্ত হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৫৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ৯ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজেটিভ শনাক্ত হয়। মোট শনাক্ত ১৬৬ জনের মধ্যে সদর উপজেলায় ৯০ জন, কেশবপুর উপজেলায় ৫ জন, ঝিকরগাছা উপজেলায়  ১৪ জন, অভয়নগর উপজেলায় ২২ জন, মণিরামপুর উপজেলায় ৫ জন, বাঘারপাড়া উপজেলায় ৫ জন, শার্শা উপজেলায় ১৬ জন ও চৌগাছা উপজেলায় ৯ জন রয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, মঙ্গলবার যশোর জেলায় আরও ৪ হাজার ৯৬০ জন নারী পুরুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ৩ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ১৯ হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০২ জন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৩৬১ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে