Dr. Neem on Daraz
Victory Day

টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


আগামী নিউজ | শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৫:৫২ পিএম
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবিঃ আগামী নিউজ

টাঙ্গাইলঃ কঠোর লকডাউনের তৃতীয় দিন টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
শনিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করা এবং গৌর ঘোষের মিষ্টির দোকানে ঘির মাঝে মেয়াদ না থাকার  অভিযোগে এ জরিমানা করা হয়। এছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সকলকে সচেতন করা হয়।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান। গৌর ঘোষের দোকানে ঘির কোটায় মেয়াদ ছিলো না তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‍্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে