Dr. Neem on Daraz
Victory Day

ভেদরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা


আগামী নিউজ | মোঃ জামাল হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:৫৮ পিএম
ভেদরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আগামী নিউজ

শরীয়তপুরঃ পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর এবং "বিশেষ সেবা সপ্তাহ ২০২১" উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,শরীয়তপুর জেলা কার্যালয় কর্তৃক জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ বাজারে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে)  ভেদরগঞ্জ বাজারে শরীয়তপুর ভোক্তা অধিকারের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, খাবার হোটেল, ঔষধের দোকান, তরমুজের আড়ত ও ফলের দোকান পরিদর্শন করা হয়। 

এ সময় ওজনে কারচুপি,কৃষিপণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৮,০০০/- (আট হাজার) টাকা সতর্কতামূলক প্রশাসনিক জরিমানা করা হয় বলে জানা গেছে।

এছাড়া 'বিশেষ সেবা সপ্তাহ -২০২১' উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে ক্রেতা এবং বিক্রেতাকে সচেতন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে দেখা গেছে। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে পাশাপাশি সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, ভেদরগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ এম আকতার।

এ ছাড়াও তাদের সাথে থেকে সহযোগিতা করেন ভেদরগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ ও  শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে