Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে মতবিনিময়


আগামী নিউজ | শামসুল আলম, জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০৬:১৬ পিএম
ঠাকুরগাঁওয়ে সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে মতবিনিময়

ছবিঃ আগামী নিউজ

ঠাকুরগাঁওঃ জেলায় সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলার উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের দ্বীতল ভবনের আধুনিক ভিআইপি সম্মেলন কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। 

সহিংসতা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গঠনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার পারুল বেগম ।  সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। কিভাবে শিক্ষাঅঙ্গনকে সহিংসতা মুক্ত রাখা যায়, ঝরেপড়া রোধ ও শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন ও ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে