Dr. Neem on Daraz
Victory Day

এক মাছের দাম আড়াই লাখ টাকা!


আগামী নিউজ | বরগুনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০, ১১:৪৮ এএম
এক মাছের দাম আড়াই লাখ টাকা!

সংগৃহীত

বরগুনাঃ দুষ্প্রাপ্য একটি ভোল মাছ বিক্রি হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায়। বরগুনার পাথরঘাটায় ২২ কেজি ওজনের ওই মাছটি বিক্রি হয়েছে। এতে কেজিপ্রতি মাছটির দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সুন্দরবন এলাকার এক জেলের জালে ভোল মাছটি ধরা পড়ে। শনিবার সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছটি আনা হয়। এরপর সগির মিয়ার আড়ত থেকে মাছটি কেনেন ইউসুফ মিয়া নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী।

আড়তদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার সুকুমার বহাদ্দার নামের এক জেলে তার আড়তে মাছটি নিয়ে আসেন। এ সময় তিনি মাছটির দাম হাঁকেন সাড়ে চার লাখ টাকা। সকাল ১০টায় প্রকাশ্য নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহণকারী ১৩ জনের মধ্যে ইউসুফ মিয়া নামে এক পাইকার ২২ কেজির ভোল মাছটি দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়ে ১১ হাজার ২৫০ টাকা।

ইউসুফ মিয়া বলেন, আন্তর্জাতিক বাজারে ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় মাছটি কিনেছি। মাছটিতে আমার ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে