Dr. Neem on Daraz
Victory Day

বেলুন ফুলানোর সিলিন্ডারে উড়ে গেলো মাথার খুলি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ১২:৫৪ পিএম
বেলুন ফুলানোর সিলিন্ডারে উড়ে গেলো মাথার খুলি

সংগৃহীত

শরীয়তপুরঃ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এক বেলুন বিক্রেতার মাথার খুলি উড়ে গেছে। এ সময় দুই শিশুও আহত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েদ ব্যাপারী উপজেলার তুলাসার ইউনিয়নের দড়িহাওলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ওই এলাকায় বেলুন বিক্রি করছিলেন।

আহত দুই শিশু হলো- বেলুন বিক্রেতার ছেলে জাহিদ হাসান ও ডোমসার গ্রামের দেলোয়ার মাতবরের ছেলে সিয়াম মাদবর।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। মাঠের দক্ষিণ-পূর্ব কোণে বেলুন বিক্রি করছিলেন সায়েদ ব্যাপারী।

হঠাৎ বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মাথার খুলি উড়ে যায় সায়েদের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় শিশু জাহিদ ও সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়।

ওসি জানান, সায়েদের মরদেহ উদ্ধার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে