Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে নকল বিড়ি বিক্রেতার জরিমানা


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০, ১০:০৬ পিএম
বালিয়াকান্দিতে নকল বিড়ি বিক্রেতার জরিমানা

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দিতে নকল ব্যান্ডরোল বিড়ি বিক্রেতা পলাশ মোল্লা(২২) কে ২০ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের নার্সারি মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আবু দারদা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা বলেন, রাজু বিড়ি ফ্যাক্টরীর মোড়কে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগানো উৎপাদিত বিড়ি মজুদ ও দোকানে সরবরাহের দায়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার পলাশ মোল্লা নামক একজন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ -এ মোট ২০,০০০টাকা জরিমানা করা হয়।
 
সেই সাথে প্রায় ২১,০০০টাকা মূল্যের ৩০,০০০টি বিড়ির শলাকা জব্দ করে তা উপজেলা ভূমি অফিস চত্বরে বিনষ্ট করা হয়।
 
অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালতকে  বালিয়াকান্দি থানা পুলিশ সহযোগিতা করে।
 
আগামীনিউজ/এএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে