Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে অবৈধ বাঁধ স্থাপনা অপসারন


আগামী নিউজ | ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ী প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৯:১৭ পিএম
বালিয়াকান্দিতে অবৈধ বাঁধ স্থাপনা অপসারন

সংগৃহীত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত হড়াই নদী ও কানা বিলের উপর অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে ডহর পাচুরিয়া গ্রামে আভিযান চালিয়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভুমি) আবু দারদার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ শাহাদত ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার জনাব জিয়াউর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব আব্দুস সোবহান।
 
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু দারদা বলেন, উপজেলায় অবস্থিত হড়াই নদী ও কানা বিলের উপর অবৈধ বাঁধ নির্মান করে মাছ ধরার কারণে আশেপাশের আবাদী জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার জনাব এ. কে. এম. হেদায়েতুল ইসলাম মহোদয়ের নিকট অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে শান্তিপূর্ণভাবে দুইটি বাঁধ সম্পূর্ণরূপে অপসারন করা হয় এবং বাঁধ নির্মানকারীদের নিকট থেকে মুচলেকা নেয়া হয় যেন ভবিষ্যতে এ ধরণের কোন স্থাপনা পুনরায় নির্মাণ না করা হয়।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে