Dr. Neem on Daraz
Victory Day

মসজিদে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু, মোট ৩২


আগামী নিউজ | জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ১১:১৬ এএম
মসজিদে বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু, মোট ৩২

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জঃ জেলার  পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আবদুল আজিজ (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩২ জন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ কথা জানান।

তিনি বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনিবার সকাল পৌনে ৮টার দিকে আবদুল আজিজের মৃত্যু হয়। তার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ ছিল। ’

আবদুল আজিজের ভাতিজা রমজান হোসেন জানান, মৃতের বাড়ি শরীয়তপুর নড়িয়ার বদেরশ্বর বাজার এলাকায়। বাবার নাম মনু মিয়া। থাকতেন নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায়। দুই সন্তানের জনক তিনি। মসজিদটির পাশেই তার লন্ড্রি দোকান রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার আগ মুহূর্তে দোকান থেকে নামাজ পড়তে মসজিদে যান চাচা আবদুল আজিজ। এরপরই দুর্ঘটনার শিকার হন।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৩৭ জনের মধ্যে ৩২ জনেরই মৃত্যু হলো।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে