Dr. Neem on Daraz
Victory Day
সবজির দাম উর্ধমূখী

মধুখালীতে জনজীবনে নাভিশ্বাস


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০, ০৩:৩২ পিএম
মধুখালীতে  জনজীবনে নাভিশ্বাস

ফাইল ছবি

ফরিদপু্রঃ জেলার মধুখালীতে সবজির দাম উর্ধমূখী। নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় বাজারে শাক-সবজির চাহিদার তুলনায় যোগান কম। বাজারের সবজি বিক্রেতারা বলেন কয়েকটি জেলায় বন্যা হবার কারনে ফসল তলিয়ে গেছে এর ফলে বাজারে সবজি কম পাওয়া যাচ্ছে।এতে, সকল ধরনের সবজির দাম বেরেছে।

আজ শনিবারের বাজারে আলু ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, করলা ৬০ টাকা, কচুমূখী ৩০ টাকা, পটল ৫০, বেগুন ৪০, লাউ (মাঝারি) ২৫-৩০ টাকা, মরিচ ৫০-৬০ টাকা, সসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, সোনালী মুরগি ২২০ টাকা, লেয়ার মুরগী ১৮০ টাকা, বয়লার ১১০ টাকা, কবুতর (জোড়া) ২৫০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

মাছ বাজার ঘুরে দেখা যায় ১ কেজির ইলিশ ১০০০-১২০০ টাকা, ৬০০-৮০০ গ্রামের ৫০০-৬০০ টাকা কেজি, বড় চিংড়ি ৭০০-১০০০ টাকা কই, বাইম, টেংরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের দ্রব্যমূল্যের এমন বৃদ্ধির কারনে বাজার নিম্ন আয় ও মধ্যবিত্তরা বাজার করতে হিমশিম খাচ্ছে।

আগামীনিউজ/মিথুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে