Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহ পাওয়ার গ্রিডে আবারও অগ্নিকাণ্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০, ১১:২৭ এএম
ময়মনসিংহ পাওয়ার গ্রিডে আবারও অগ্নিকাণ্ড

ছবি সংগৃহীত

ময়মনসিংহঃ জেলার কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার(১০সেপ্টেম্বর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

|আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। অগ্নিকাণ্ডের পর থেকে ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও টাঙ্গাইলসহ পাঁচটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

৩৩ কেভি পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় দু'টি তদন্ত কমিটি করেছে পিডিবি। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর একদিনের মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

আগামীনিউজ/জেহিন 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে