Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১১, ২০২০, ০৫:০৪ পিএম
ফরিদপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদপুরে মো. দেলোয়ার হোসেন দুলাল (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হলো।

মৃত দেলোয়ার হোসেনের বাড়ি জেলার সদর উপজেলার পশ্চিগঙ্গাবদী এলাকায়। তার পিতা প্রয়াত মোনছের মাতুব্বর জাতীয় হাডুডু দলের অধিনায়ক ছিলেন। দেলোয়ার হোসেন কানাইপুর বাজারে পাট-পিঁয়াজের ব্যবসা করতেন।

মৃতের ভাই সেলিম মাতুব্বর জানান, গত ১৮ জুলাই দেলোয়ার হোসেনের করোনা শনাক্ত হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।


উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৬৭জনের। এর মধ্যে মারা গেছেন ৫৫ জন, সুস্থ হয়েছেন  ২ হাজার ৫১৭ জন।

 

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে