Dr. Neem on Daraz
Victory Day

জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ১০ লাখ মানুষ পানিবন্দী 


আগামী নিউজ | জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ১১:০৭ এএম
জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি, ১০ লাখ মানুষ পানিবন্দী 

ছবি সংগৃহীত

জামালপুর: জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ৩ দিন ধরে ধীরগতিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান জানান, গত ৩ দিন ধরে ধীরগতিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে ৫৯টি ইউনিয়নের ৬৭৭টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত জেলার ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে।

এদিকে, শনিবার সন্ধ্যায় বন্যার পানির স্রোতে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় একটি সেতু ভেঙে কয়েক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এ প্রসঙ্গে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ২৮ জুলাই পর্যন্ত যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে জামালপুরের বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে। তৃতীয় দফার বন্যা গত বছরের মতো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন তিনি।

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে