Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ০৯:৩০ এএম
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ছবি সংগৃহীত

টাঙ্গাইল: টানা ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

রোববার (২৬ জুলাই) সকালে টাঙ্গাইলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ৪টি বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে শনিবার রাত পৌনে ১২টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে সেতুতে উঠার আগ মুহুর্তে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। উদ্ধার কাজ শেষে রোববার সকাল পৌনে ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। 

আগামীনিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে