Dr. Neem on Daraz
Victory Day

পদ্মায় ধরা পড়ল ২৮ কেজি ওজনের কাতল


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২০, ১২:২৫ পিএম
পদ্মায় ধরা পড়ল ২৮ কেজি ওজনের কাতল

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীর অংশে জেলেদের ধরা পড়ে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। এর আগে সোমবারেই ভোরে ধরা পড়ে ২৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

সোমবার  (৬ জুলাই) সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সাজাহান সম্রাট জেলের কাছ থেকে মাছটি কিনে বিক্রি করেছেন। 

ঘাটের মাছ ব্যবসায়ী মো. সাজাহান সম্রাট বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটের নিচ এলাকা থেকে ভোরে মাছ ধরার সময় রহমান হলদারের জালে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। সেই মাছ আড়তে বিক্রি করতে আনলে তিনি ১৫শ টাকা কেজিতে ৪২ হাজার ২শ টাকায় কিনে নেন। 

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে