Dr. Neem on Daraz
Victory Day

কুমেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ০৩:১০ পিএম
কুমেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ একজন এবং উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়। শনিবার (৪ জুলাই) কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন এবং করোনা ইউনিটের আইসিইউতে চার জন মারা গেছেন। 

তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার শাহ আলম (৬০)। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন, চাঁদপুর জেলা শাহারাস্তি উপজেলার স্ত্রী নাজমা রহমান (৫০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল করিম (৭৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জামাল উদ্দিন (৫৩), গোপালগঞ্জ জেলার লুৎফর নেছা (৬২), কুমিল্লা সদর উপজেলার আবদুল কাদের (৬০)। এছাড়া বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১০ জন। জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে