Dr. Neem on Daraz
Victory Day

করোনা উপসর্গে আইনজীবীর মৃত্যু


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ০২:৫২ পিএম
করোনা উপসর্গে আইনজীবীর মৃত্যু

ফাইল ছবি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩) মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আইনজীবী মারা যান।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে চন্দনাইশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।
  
তিনি জানান, গত ২৩ জুন আবুল কালাম আজাদকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি।

সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।

আগামীনিউজ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে