Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় আরও ১৪৭ জনে করোনা শনাক্ত


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ১২:১৭ পিএম
বগুড়ায় আরও ১৪৭ জনে করোনা শনাক্ত

প্রতীকী ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে। আর ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হওয়ায় জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনটি প্রতিষ্ঠান থেকে পাওয়া করোনার নমুনা পরীক্ষায় সর্বমোট ১৪৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৫৬ জন ও শিশু ০৬ জন। এছাড়া নতুন করেন সুস্থ হয়েছেন ৪৩ জন। এ নিয়ে জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ৮৪৫ জন করোনা রোগী।

তিনি আরও জানান, নতুন আক্রান্ত ১৪৭ জনের মধ্যে বগুড়া সদর উপজেলায় রয়েছেন ১২৮ জন, গাবতলী উপজেলায় ৯ জন, শিবগঞ্জ উপজেলায় ৪ জন, শেরপুর উপজেলায় ৩ জন, শাজাহানপুর উপজেলায় ২ জন ও আদমদিঘী উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন।

আগামীনিউজ/নাহিদ/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে