Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বগুড়ায় প্রধান শিক্ষকের মৃত্যু


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ১১:১৮ এএম
করোনায় বগুড়ায় প্রধান শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গোলাম রব্বানী (৫৭) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের স্ত্রী উম্মে কুলসুম জানান, তার স্বামীর হার্টে সমস্যা ও ডায়াবেটিস ছিল। ২০১৩ সালে তার হার্টে রিং পরানো হয়। কিছু দিন আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় গোলাম রব্বানীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়।  

ওই হাসপাতালের সহকারী নির্বাহী আব্দুর রহিম রুবেল জানান, গোলাম রব্বানী করোনা উপসর্গ নিয়ে গত ২৪ জুন দুপুর ১২টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন। পরদিন নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। তারপর থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আবুল কাশেমের লাশ জীবাণুমুক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগামীনিউজ/নাহিদ/জেএফএস

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে