Dr. Neem on Daraz
Victory Day

বৃদ্ধকে পাওয়া গেল রেল লাইনের পাশে জঙ্গলে


আগামী নিউজ | বেনাপোল (যশোর) প্রতিনিধি : প্রকাশিত: জুলাই ২, ২০২০, ০৯:০৫ এএম
বৃদ্ধকে পাওয়া গেল রেল লাইনের পাশে জঙ্গলে

সংগৃহীত ছবি

বেনাপোল রেল লাইনের পাশে জঙ্গলে এক বৃদ্ধ কাতরাচ্ছিল। করোনা সংক্রমণ এর ভয়ে কেউ তার পাশে যাচ্ছিল না। সবাই হয়তো ভেবেছিল ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত। কেউ রেল লাইনের পাশে জঙ্গলে ফেলে গেছে। খবর পেয়ে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় ৫ নং ওয়ার্ডের কমিশনার রাশেদ আলী এসে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে শার্শা উপজেলা (নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বেনাপোলের দিঘীরপাড় বাইপাস সড়কের পাশে। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম শহিদুল ইসলাম (৭০)। পাবনা জেলার কৈজুড়ি গ্রামের বাহাদুর বেপারির ছেলে বলে জানায়। পৌরসভার কাউন্সিলার রাশেদ আলী বলেন, স্থানীয়রা ওই বৃদ্ধকে রেল লাইনের পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। তারপর সে নিজে ঘটনাস্থলে এসে বৃদ্ধকে খাওয়ার ব্যবস্থা ও মাস্কের ব্যবস্থা করে পুলিশে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে সকলের প্রচেষ্টায় রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করে নাভারন বুরুজবাগান  হাসপাতালে ভর্তি করা হয়।  

বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, বৃদ্ধের মানসিক সমস্যা রয়েছে। সে এক এক সময় এক এক রকম কথা বলছে। কোন সময় বলছে ছেলেরা ফেলে রেখেছে। আবার বলছে আমি নিজে এসেছি। সে খুব দূর্বল। হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, ওই বদ্ধের মানসিক সমস্যা রয়েছে। সে করোনা রোগী কি না তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। তাকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সহযোগিতায় নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, শহিদুল ইসলাম নামে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করা হচ্ছে। সে করোনায় আক্রান্ত কিনা সেটা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তবে মানসিক সমস্যা আছে। 

আগামীনিউজ/মনির/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে