Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় আরো ৪৪ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২০, ১১:৩২ এএম
বগুড়ায় আরো ৪৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

বগুড়ায় নতুন করে আরো ৪৪ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭১৩ জনে। আর গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮ জনের।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 

এতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনিবার মোট ২৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ শিশুসহ ৪৪ জনের করোনা রেজাল্ট পজিটিভ আসে। 

নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১৩ জন এবং শিশু ২ জন। বগুড়া সদরে ২৩ জন, শেরপুরে ৮ জন, ধুনটে ৬ জন, শাজাহানপুরে ৪ জন, আদমদিঘী উপজেলায় ২ জন এবং দুপঁচাচিয়া উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় আরো ৩০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৫২ জন। 

আগামীনিউজ/নাহিদ/জেএফএস
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে