Agaminews
Dr. Neem Hakim

নড়াইলে ৩ হত্যাকান্ডের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


আগামী নিউজ | নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২০, ০৬:২০ পিএম
নড়াইলে ৩ হত্যাকান্ডের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামে তিনজনকে হত্যাকান্ডের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
মানববন্ধনে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা এম এম গোলাম কবির, ওমর মোল্যা, শেখ সাইফুর রহমান, মোস্তফা মোল্যা, হান্নান মোল্যা, বাচ্চু মোল্যা, ডাক্তার মোস্তফা, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।

নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের মোকতার মোল্যা (৬০), আমিনুর রহমান হাবিল (৫৫) এবং রফিকুল ইসলাম (৩০) হত্যাকান্ডের ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

মামলার বিবরণ এবং নিহতদের স্বজনেরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ জুন দুপুরে লোহাগড়ার গন্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় আপন চাচা-ভাতিজাসহ একই গ্রুপের তিনজন নিহত হন। এ হামলায় অন্তত ১৫ জন আহত হন। গন্ডব গ্রামের বাসিন্দা জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের লোকজন তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দু’টি হত্যা মামলায় সুলতান মাহমুদ বিপ্লবসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে ৮৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মানববন্ধনে পলাতক আসামিদের গ্রেফতার দাবি করেন বক্তারা।

আগামীনিউজ/ফরহাদ/জেএস

Dr. Neem