Dr. Neem on Daraz
Victory Day

বজ্রপাতে প্রাণ গেল ৪ কৃষকের


আগামী নিউজ | বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২০, ০৭:৪৯ পিএম
বজ্রপাতে প্রাণ গেল ৪ কৃষকের

ছবি সংগৃহীত

বগুড়া: জেলার কাহালু, ধুনট, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর থেকে শুরু হওয়া বজ্রবৃষ্টিতে তাদের মৃত্যু হয়। 

কাহালুতে বজ্রপাতে মৃত মোকলেছার রহমান (৫৫) উপজেলার এরুইল গ্রামের মরহুম কছির উদ্দিনের ছেলে।

কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এরুইল বাজারের পাশে স্থানীয় কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। সে সময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মোকলেছার ছাড়াও একই গ্রামের হাসান আলী(৩৫) ও রায়হান (২৮) আহত হন। তাদের তিনজনকেই বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেছকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর অবস্থায় হাসান আলীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর রায়হানকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি নিশ্চিত করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কৃপাসিন্ধু বালা জানান, বিকেল ৪টার দিকে মহিশুরা-সাতটিকরি সড়কের ওপর বজ্রপাতে মারা গেছেন আব্দুস সালাম সরকার (৪৫)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের দেরাজ উদ্দিন সরকারের ছেলে। ঘটনার সময় তিনি চারণভূমি থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।

বগুড়া মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা আব্দুল আজিজ মণ্ডল জানান, শাজাহানপুর উপজেলার হরিণগাড়ি গ্রামের নূরুল ইসলামকে( ৪০) বজ্রাহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত নূরুল ওই গ্রামের মোরশেদের ছেলে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে লেবু মন্ডল (৩৫) এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। তিনি উপজেলার কাজলা ইউনিয়নের চর কুড়িপাড়ার বুলু মন্ডলের ছেলে।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে