Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে নারীসহ ৫ জনের মৃত্যু


আগামী নিউজ | দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২০, ০২:৫৬ পিএম
দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে নারীসহ ৫ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

দিনাজপুর: জেলার বিরামপুরের পল্লীতে নেশাজাতীয় বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ২ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৭ মে) দুপুরে বিরামপুর উপজেলার পৌর শহরের ছয় নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামে শফিকুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী মনজু আরা (৩৫) রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে মঙ্গলবার দিনগত রাতে নিজ বাসায় মামুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন (২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে মহসিন আলীর (৩৮) মৃত্যু হয়।

এছাড়াও রমেক হাসপাতালে একই গ্রামের জামাল উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (৩৭) ও ভুট্টার ছেলে মতোয়ার হোসেন (২৮) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ তথ্য নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির। 

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে