Dr. Neem on Daraz
Victory Day

জামালপুরে চিকিৎসকসহ নতুন ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত


আগামী নিউজ | জামালপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২০, ১২:৩৭ পিএম
জামালপুরে চিকিৎসকসহ নতুন ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত

জামালপুরে নতুন করে চিকিৎসকসহ আরও ২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। জেলায় একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জামালপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৪ জন।

রোববার (১৭ মে) রাতে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে একজন চিকিৎসকসহ তিনিজন, মেলান্দহে একজন স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকসহ ২১ জন, সরিষাবাড়িতে দুইজন, বকশীগঞ্জে একজন ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, জেলায় আক্রান্ত ১৪৪ জনের মধ্যে ৫৪ জনই স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ১৩ জন চিকিৎসক ও ১১ জন নার্স। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৫ জন। আর তিনজন মারা গেছেন।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে