Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহ বিভাগে নতুন ৩০ জনের করোনা শনাক্ত


আগামী নিউজ | ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২০, ১০:৩৭ এএম
ময়মনসিংহ বিভাগে নতুন ৩০ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন জামালপুরের।

শনিবার (১৬ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যালের এক চিকিৎসকসহ সদরে ৩ জন, ধোবাউড়াতে ৫ ও হালুয়াঘাটে ৩ জনসহ ময়মনসিংহ জেলায় ১১ জন, নেত্রকোনা জেলার কেন্দুয়াতে ১২, দূর্গাপুরে ৩, মদনে ১ ও খালিয়াজুড়িতে ১ জনসহ জেলায় ১৭ জন এবং শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলায় একজন এবং জামালপুর জেলার সরিষাবাড়িতে একজন রয়েছে।

তিনি আরো জানান, এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ৫৫০ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২৭৮ জন,  জামালপুর জেলায় ১১৫ জন, নেত্রকোনা জেলায় ১১৪ এবং শেরপুর জেলায় ৪২ জন।

আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো একজন। এনিয়ে বিভাগে সুস্থ হয়েছে ১৮৯ জন

আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে