Dr. Neem on Daraz
Victory Day

রামগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন


আগামী নিউজ | লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২০, ১০:৩৫ পিএম
রামগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, বাড়ি লকডাউন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আবুল কাশেম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ফলাফল আসা পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মৃত আবুল কাশেম উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (১২ মে) বিকেলে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। ধর্মীয় বিধান অনুযায়ী বৃদ্ধের মরদেহ দাফন করা হয়।

সুত্রে জানায়, বৃদ্ধ আবুল কাসেম তিনদিন ধরে সর্দি জ্বর ও কাশিতে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে বৃদ্ধকে পরিবারের সদস্যরা রসুলপুর বেড়ি বাজারস্থ পল্লী কিচিৎসক আলমাস ভুইয়ার কাছে নেয়। অতিরিক্ত ব্যথা থাকার কারণে পল্লী চিকিৎসক একটি ওষুধ দেয়া মাত্রই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত বৃদ্ধের বাড়ি লকডাউন ও পল্লী চিকিৎসক আলমাসকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

পল্লী চিকিৎসক আলমাস ভূঁইয়া জানান, তথ্য গোপন করে বৃদ্ধকে তার কাছে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ওই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে