Dr. Neem on Daraz
Victory Day

করোনাভাইরাসে দেশে প্রথম কারাবন্দির মৃত্যু


আগামী নিউজ | সিলেট প্রতিনিধি    প্রকাশিত: মে ১২, ২০২০, ০৮:৫৯ এএম
করোনাভাইরাসে দেশে প্রথম কারাবন্দির মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। তিনি গত দু’মাস ধরে কারাগারে আছেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে কারাবন্দী মৃত্যুর ঘটানা এটিই প্রথম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলায়।

মৃত বন্দির করোনা শনাক্ত হওয়ার পর সোমবার রাতেই ওই বন্দি কারাগারের যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেটি লকডাউন করা হয়েছে। কারাগারে ওই বন্দির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে কারা সূত্রে জানা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে