Dr. Neem on Daraz
Victory Day

করোনা উপসর্গ নিয়ে সখীপুরে শিক্ষকের মৃত্যু


আগামী নিউজ | টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২০, ১২:৩৬ পিএম
করোনা উপসর্গ নিয়ে সখীপুরে শিক্ষকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সখীপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের (৫০) মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টায় নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (৯ এপ্রিল) রাত ১০টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।


এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য উপজেলা স্বাস্থ্যবিভাগ নির্দেশ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানান, ওই শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য নমুনা ঢাকার আইইসিডিআরে পাঠানো হয়েছে। এছাড়াও ওই বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। দু-তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। মৃত্যুর আগে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে ওই রাতেই ওই ইউনিয়নের চেয়ারম্যান ও সখীপুর থানার পুলিশ ওই বাড়িতে যান।


ইউএনও আসমাউল হুসনা লিজা জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাবে না।

 

আগামীনিউজ/ তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে