Dr. Neem on Daraz
Victory Day

জ্বর-সর্দি-কাশি নিয়ে চাঁদপুরে নারীর মৃত্যু, ৫ বাড়ি লকডাউন


আগামী নিউজ | চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ১১:৪২ পিএম
জ্বর-সর্দি-কাশি নিয়ে চাঁদপুরে নারীর মৃত্যু, ৫ বাড়ি লকডাউন

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি গ্রামে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার (০৪ এপ্রিল) এ ঘটনায় ওই এলাকার আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় আলম নামে এক যুবক বলেন, তিনদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওই নারী। বাড়ি আসার পর থেকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়ে তিনি কয়েকটি বাড়িতে ঘোরাফেরা করেছেন। শুক্রবার রাতে ঘরের ভেতরে মারা যান তিনি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, সিভিল সার্জনের নির্দেশে ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত পাঁচ বাড়ির ২০-২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এম. জহিরুল হায়াত বলেন, ওই নারীর বাড়ির আশপাশের পাঁচ বাড়ি লকডাউন করা হয়েছে।

আগামীনিউজ/তামিম 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে